Microsoft সংস্থার তরফ থেকে চেন্নাইয়ের যুবক জিতলেন অ্যাওয়ার্ড!

বিশ্বজিৎ দাস : বর্তমান সময়ে দাঁড়িয়ে ফোন তো আমরা অনেকেই ব্যবহার করি। কিন্তু অনেক সময় পাসওয়ার্ড রিসেট করতে গিয়ে হতে পারে আমাদের ব্যক্তিগত তথ্য চুরি।

প্রতারকরা প্রতারণার ছক কষতে পারে আমাদের অজান্তেই। কারও অনুমতি ছাড়াই পাসওয়ার্ড পরিবর্তন করে নিয়ে পারে তারা। Microsoft-এর এই সমস্ত বিষয়ের তথ্য তালাশ করেই সংস্থার তরফে চেন্নাইয়ের যুবক জিতলেন অ্যাওয়ার্ড। তিনি পেলেন প্রায় ৩৬ লক্ষ টাকা।

চেন্নাইয়ের এই যুবক লক্ষ্মণ মুথিয়া; নিজেই একাধিক প্রযুক্তির উপরে পরীক্ষা-নীরিক্ষা করেন। যা করতে গিয়ে Microsoft-এর এই জিনিসটির উপরে নজর পরে তাঁর। পরীক্ষা করতে শুরু করেন। তার পরই দেখেন পাসওয়ার্ড রিসেটে একটি ফাঁক রয়েছে। যাকে হাতিয়ার করে সহজেই যে কেউ যে কারও অ্যাকাউন্টের পাসওয়ার্ড রিসেট করতে পারবে।

পরবর্তীকালে তিনি সেই বিষয়টিই Microsoft-কে জানান । যা পরীক্ষা করে Microsoft তাঁকে পুরস্কৃত করে। সংস্থার পক্ষ থেকে পুরস্কৃত করার বিষয়ে মুথিয়া সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “Instagram-এ এই ধরনের কাজ করার পর আমি দেখি Microsoft-ও একই ভাবে পাসওয়ার্ড রিসেট করতে বলে। তারাও একই পদক্ষেপ করতে বলে। তাই আমি এক্ষেত্রেও পরীক্ষা করি। যাতে তথ্য সুরক্ষিত থাকে সকলের।”

এছাড়া তিনি বলেন,”Microsoft-এ কোনও ব্যবহারকারীর পাসওয়ার্ড রিসেট করতে গেলে প্রথমে তাঁকে ইমেল আইডি বা ফোন নম্বর দিতে হয়। এবার সেই ফোন নম্বর বা ইমেল আইডিতে একটি লিঙ্ক যায়। যাতে একটি সাত সংখ্যার সিকিওরিটি কোড থাকে। এই কোডটি দিলেই নতুন পাসওয়ার্ড তৈরি করা যেতে পারে। যার জন্য উক্ত ব্যক্তির সাহায্য প্রয়োজন হবে না।”

close