উদ্বেগের বছরেও বাংলা বাঙ্গালির উৎকর্ষতার প্রাপ্তি

বিজন : করোনার আবহে আতঙ্ক দিয়ে বছর শুরু হয়েছিল। আবার সেই করোনার নুতন গোত্রের ভাইরাসেে বছরের শেষে আবার ভয় গোত্রের ফিরে এল। ফলে শঙ্কা, অনিশ্চয়তা, উদ্বেগ, হতাশা পাথেয় করে আরও একটি বছর পেরোতে হচ্ছে আমাদের।

তবুও নুতন বছরের আগমনে আনন্দ জাগে মনে। যখন দেখি,ফেলে আসা বছরের খাতায় বাংলা ও বাঙালির প্রাপ্তির পরিমাণ নেহাত কম নয়। আগে বলা যাক কলকাতার দুর্গাপূজাকে ইউনেসকো এবার ‘আবহমান সাংস্কৃতিক ঐতিহ্য, হিসাবে স্বীকৃতিদানের কথা। স্বীকৃতির মাপকাঠি নিয়ে রাজনৈতিক বিতর্ক থাকলেও আপামর বাঙালির এ সব কিছু বিবেচ‍্য হয় নি। সিংভুমের পাথরে প্রানের সন্ধানে তিন ভূবিজ্ঞানী ত্রিস্রোতা চৌধুরী,প্রিয়দর্শী চৌধুরী ও রজত মজুমদার এবার বিশেষ কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। বিজ্ঞানে এ বছর দেশের সর্বোচ্চ সন্মান ভাটনগর পুরস্কার পেয়েছেন তারা হলেন রসায়নে কনিস্ক বিশ্বাস, পদার্থ বিদ‍্যায় কনক সাহা, গণিতে অনিশ ঘোষ, জীববিজ্ঞানে শুভদীপ চট্টোপাধ্যায় ও ইঞ্জিনিয়ারিংয়ে দেবদীপ মুখোপাধ‍্যায়। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক এবার দেশের ‘তারকা’ বিজ্ঞানীদের যে তালিকা প্রকাশ করেছে, সেখানেও আট জন বাঙালি। তাঁরা হলেন সায়ন ভট্টাচার্য্য, রাজীব গোস্বামী, সুতীর্থ দে, সমৃদ্ধিশেখর রায়, পিনাকীপ্রসাদ ভট্টাচার্য্য, শান্তনু মুখোপাধ‍্যায়, হীরক চক্রবর্তী ও সৌরভ দত্ত।এবার রামানুজম পুরস্কার পেলেন আই এস আই-এর নীনা গুপ্ত।

close