জোনাকি পণ্ডিত: ভাগ্য নির্ধারণ চলছে বুধবার সকাল থেকেই রাজ্যের ১০৫ পুরসভায়। ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৩টি পুরসভায় জয়ী তৃণমূল। ত্রিস্তরীয় নিরাপত্তায় ঘিরেই চলছে বাকি ১০৫ পুরসভার ভোটগণনা। কার দখলে যাচ্ছে ক’টি পুরসভা, কে কত ভোটের ব্যবধানে এগিয়ে, সবকিছুই এক নজরে জেনে নিন।
গণনার প্রথম ধাপেই কৃষ্ণনগর পুরসভার ১ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী অসিত সাহা জয়ী।এদিকে কৃষ্ণনগর পুরসভার দু’নম্বর ওয়ার্ডেও একইভাবে নির্দল প্রার্থীরই জয়। কৃষ্ণনগর পুরসভার ১ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী অসিত সাহা অনেকটাই এগিয়ে রয়েছেন।
এরপর জলপাইগুড়ি পুরসভায় চোখ রাখলে দেখা যাচ্ছে, ২ নম্বর ওয়ার্ডে ১০৬৪ ভোটে জয়ী তৃণমূল প্রার্থী মহুয়া দও বন্দোপাধ্যায়।
পাশাপাশি মালবাজার পুরসভায় ১৫টির মধ্যে ৪টি ওয়ার্ডে জয়ী তৃণমুল। জয়ী হয়েছেন বিদায়ী চেয়ারম্যান স্বপন সাহা।
বর্ধমানের ১ নম্বর ওয়ার্ডে জয় হল তৃণমূলের প্রার্থী সুমিত শর্মা। জয়ের ব্যবধান ৯১৩৬। দ্বিতীয় স্থানে রয়েছে সিপিএম। ৬৩৬ ভোট পেয়েছে তারা।
এখনো পর্যন্ত বারাসত, খড়দহ এবং অশোকনগর পুরসভায় এগিয়ে তৃণমূল।
মেখলিগঞ্জ পুরসভা দখল করল তৃণমূল। ৫টি ওয়ার্ডে জয়ী ঘাসফুল শিবির। মোট ৯টি ওয়ার্ড রয়েছে এই পুরসভায়। কোচবিহার পুরসভায় ৩টি ওয়ার্ডে জয়ী তৃণমূল এবং দু’টি ওয়ার্ড জিতল নির্দল।
রাজ্যে ১০৫টি পুরসভার ২২৭৬ ওয়ার্ডে ভোটগ্রহণ হয়। এদিকে নির্বাচনের আগেই ৩ পুরসভা- সাঁইথিয়া, সিউড়ি এবং বজবজে বিনা প্রতিদ্বন্ধীতাতেই জয়ী হয় রাজ্যের শাসকদল।একইভাবে দিনহাটার ১৬ নম্বর ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে তৃনমূল।
ঝাড়গ্রাম পুরসভা ১৬টা ওয়ার্ড এগিয়ে তৃণমূল। সিপিআই ও নির্দল একটি করে ওয়ার্ডে এগিয়ে।
দাঁইহাট পুরসভায় ১৪ টি ওয়ার্ডেই জয়ী তৃণমূল কংগ্রেস।
কোচবিহার জেলার তুফানগঞ্জ, মাথাভাঙা, মেখলিগঞ্জ, হলদিবাড়ি পুরসভা দখল করল তৃণমূল।
রঘুনাথপুর পুরসভায় বোর্ড গঠন করল তৃণমূল কংগ্রেস। ১৩ ওয়ার্ডের মধ্যে ৯টিতে জয়ী তৃণমূল। ১১, ১৩ ওয়ার্ডে জয়ী কংগ্রেস। ৭ ও ১০ নম্বর ওয়ার্ডে জয়ী বিজেপি।
ওয়ার্ড নং ৪ – জয়ী তৃণমূল প্রার্থী স্বপ্না চক্রবর্তী। ভোটের ব্যবধান ৩৭৫।
ওয়ার্ড নং ৩ – জয়ী তৃণমূল প্রার্থী আনন্দ বাউরী ।ভোটের ব্যবধান ৩৪৯
ওয়ার্ড নং ৫ – জয়ী তৃণমূল প্রার্থী মৃত্যুঞ্জয় পরামানিক।
ওয়ার্ড নং ৬ – জয়ী তৃণমূল প্রার্থী বৃন্দা বাউরী।ভোটের ব্যবধান ৫১৯
ওয়ার্ড নং ৯ – জয়ী তৃণমূল প্রার্থী জয়া বাগদি। ভোটের ব্যবধান ৭১৪
ওয়ার্ড নং ২- জয়ী তৃণমূল প্রার্থী সুশান্ত শেখর ঘোষ ভোটের ব্যবধান ৪৪৫
ওয়ার্ড নং ১২ – জয়ী তৃণমূল প্রার্থী তরণী বাউরী।ভোটের ব্যবধান ৭৩৩।
ওয়ার্ড নং ১১ – জয়ী কংগ্রেস প্রার্থী রবীন্দ্রনাথ চৌধুরী । ভোটের ব্যবধান ৬০৪
খড়গপুরে তৃণমূল ইতিমধ্যে সাতটি ওয়ার্ডে জয়ী। এগিয়ে আরও কয়েকটিতে। পূর্ব মেদিনীপুরের এগরা পুরসভায় ২টি ওয়ার্ডে এগিয়ে তৃণমূল। দ্বিতীয় স্থানে বিজেপি।
কোচবিহার পুরসভায় ৭৩১ ভোটে জয়ী তৃণমূল হেভিওয়েট প্রার্থী রবীন্দ্রনাথ ঘোষ।
ময়নাগুড়ি পুরসভার চার ওয়ার্ডের ফল ঘোষিত।১,২,৩,৪ চার ওয়ার্ডেই জয়ী তৃণমুল।
এদিকে রঘুনাথপুরের ৪ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল।