হারেই সুখ, ছেলের কাছে পরাজিত মা!

নম্রতা কর্মকার : ভোটে ছেলের কাছে হার মানলেন মা। কোচবিহারের ২নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী মিনা তরকে হারালেন তাঁরই ছেলে উজ্জল তর। যদিও জয়ের পর মা কে পরাজিত করে তার কেমন লাগছে জিজ্ঞেস করা হলে, এই নির্দল প্রার্থী জানান, মা কে নয় তিনি দলকে হারিয়েছেন। “সর্বোচ্চ নেতৃত্ব দেখুক উজ্জল তর কি।”

জোড়াফুলেরই সক্রিয় সদস্য ছিলেন তাঁর ছেলে উজ্জ্বল তর। কিন্তু পুরভোটে শুধু মীনাকেই টিকিট দেয় তৃণমূল। খালিহাতে ফিরতে হয় উজ্জ্বলকে। তাতেই নির্দল প্রার্থী হিসেবে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি। বুধবার ফলাফল প্রকাশের পর দেখা গেল, মাকে হারিয়ে দিয়েছেন তিনি।

বকেয়া পুরসভা নির্বাচনে ভোটগ্রহণ চলাকালীন ব্যাপক হিংসা এবং অশান্তির খবর মেলে। বিরোধীদের এজেন্ট বার করে দিয়ে, তাঁদের মারধর করে ভোট লুঠ করার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। তা নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়তে হয় শাসকদলকে।

close