PM CARES এর অডিট রিপোর্টে গলদ,দাবি বিরোধীদের!

জোনাকি পণ্ডিত: PM CARES তহবিলে গলদ। প্রধানমন্ত্রীর তৈরি এই করোনা ত্রাণ তহবিলের অডিটের রিপোর্ট নিয়ে বিরোধীদের আক্রমণের মুখে পড়ে সরকার। তবে এবার PM CARES তহবিলের অডিট রিপোর্ট প্রকাশ্যে এনেও মুশকিলে পড়ে মোদি সরকার।

এক আরটিআইকে প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে, ২০২১ সালের মার্চ মাস পর্যন্ত PM CARES তহবিলে মোট ১০ হাজার ৯৯০ কোটি টাকা জমা পড়েছে। যার ৬৪ শতাংশ টাকাই জমা পড়েছে ২০২০ সালের ২৭ মার্চের পর। তবে এই তহবিল থেকে এখনও পর্যন্ত মোট ৩ হাজার ৯৭৬ কোটি টাকা খরচ করেছে সরকার। যার মধ্যে ১ হাজার ৩৯২ কোটি টাকা খরচ হয়েছে ভ্যাকসিন কিনতে। ভেন্টিলেটরে খরচ হয়েছে ১ হাজার ৩৯২ কোটি টাকা। আর বাকি ৭ হাজার ১৪ কোটি টাকা অবশিষ্ট রয়েছে কেন্দ্রের কাছে।

বিরোধীদের অভিযোগ যে, PM CARES তহবিলের অডিটের যে রিপোর্ট সরকার দিচ্ছে সেটা সঠিক নয়। তাছাড়া গোটা দেশ যখন এই মারণ ভাইরাসের দাপটে সংকটে পড়ে তখন মানুষের প্রয়োজনে কেন PM CARES-এর ৬৪ শতাংশ টাকা খরচ করা হল না? কংগ্রেস নেতা রাহুল গান্ধী ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর দপ্তরের দেওয়া এই হিসাবকে মিথ্যা ও ভুল বলে দাবি করেছেন।

 

 

 

 

close