ইউক্রেনে নিহত ভারতীয় ছাত্রের বাবাকে সমবেদনা জানালেন প্রধানমন্ত্রী!

জোনাকি পণ্ডিত: রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বলি হলো এক ভারতীয় ছাত্র। মৃত ছাত্রের নাম নবীন এস.জি। নিহত এই ভারতীয় পড়ুয়ার বাবার সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরিবারের প্রতি শোকজ্ঞাপন করে তাঁদের পাশে থাকার বার্তা দিলেন প্রধানমন্ত্রী।

এদিন রুশ সেনার বোমাবর্ষণে ইউক্রেনের খারকিভে নিহত হয়েছেন এক ভারতীয় ছাত্র। তিনি কর্ণাটকের বাসিন্দা। ২০১৮ সালে ইউক্রেনে পড়তে গিয়েছিলেন নবীন এস.জি। এই খবরটি ট্যুইট করে প্রথম জানান বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী। তড়িঘড়ি নিহত ছাত্রের পরিবারের সঙ্গে কথা বলেন বিদেশ মন্ত্রকের এক প্রতিনিধি।

 

close