জোনাকি পণ্ডিত: রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বলি হলো এক ভারতীয় ছাত্র। মৃত ছাত্রের নাম নবীন এস.জি। ওই পড়ুয়া কর্ণাটকের বাসিন্দা ছিলেন। সূত্রের খবর, রুশ সেনার হামলাতেই তাঁর মৃত্যু হয়েছে। ট্যুইট করে এই খবর জানিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী। এবার আরও তৎপরতার সঙ্গে ইউক্রেনের খারকিভে আটকে থাকা ভারতীয় ছাত্রদের ফেরানোর হবে।তবে ইতিমধ্যে নিহত ছাত্রের পরিবারের সঙ্গে হয়েছে বিদেশমন্ত্রকের প্রতিনিধি। পরিবারকে শোকজ্ঞপন করেছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী।
এই পরিস্থিতিতে অসহায় হয়ে ইউক্রেনে আটকে রয়েছে এখনও বহু ভারতীয় পড়ুয়া। কেউ মাটির তলায় আশ্রয় নিয়েছেন, তো কেউ বাঙ্কারে। তবে এদের সকলকে ফেরাতে তৎপর হয়েছে নয়াদিল্লি। ইউক্রেনের প্রতিবেশী রাষ্ট্রগুলোতে কেন্দ্রীয় মন্ত্রীদের দূত হিসেবে পাঠাচ্ছেন প্রধানমন্ত্রী।