জোনাকি পণ্ডিত: রবিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত-ওয়েস্ট ইন্ডিজ তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে। আর সেদিনই সকালে সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা দেশে। এই সংবাদে শোকোস্তব্ধ টিম ইন্ডিয়া। ভারতীয় দল লতাজীর প্রয়াণের খবরে মর্মাহত।
রবিবার সুর সম্রাজ্ঞীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে রোহিত শর্মা অ্যান্ড কোং হাতে কালো ব্যান্ড বেঁধে মাঠে নেমেছে। সেইসঙ্গে ম্যাচ শুরুর আগে গোটা টিম এক মিনিট নীরবতাও পালন করলো কিংবদন্তি গায়িকার লতা মঙ্গেশকরের স্মৃতির উদ্দেশ্যে। দীর্ঘ ২৭ দিনের লড়াইয়ের পর সুরের ঝঙ্কার থামিয়ে ৯২ বছরেই ইহলোক ত্যাগ করলেন লতাজী। লতাজী বরাবরই ক্রিকেটের ভক্ত ছিলেন। টিম ইন্ডিয়ার বড় সমর্থক ছিলেন তিনি। নিয়মিত খেলা দেখা ও খেলার খুঁটিনাটি খোঁজ খবরও রাখতেন তিনি। সেইসঙ্গে অনুপ্রেরণা জুগিয়ে খেলোয়াড়দের উদ্দেশ্যে ট্যুইট ও করতেন।